কোকো আমদানিতে শীর্ষে নেদারল্যান্ডস

প্রকাশ: আগস্ট ০৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক   

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নেদারল্যান্ডসে গত বছর ১১০ কোটি কেজি কোকো বিন আমদানি করা হয়েছে। যার অর্ধেক আমদানি করা হয় আইভরি কোস্ট থেকে। এর মধ্য দিয়ে এ সময়ে বিশ্বের শীর্ষ কোকো আমদানিকারক দেশের স্থান দখল করেছে নেদারল্যান্ডস। ডাচ আমদানি করা পণ্যের গন্তব্যের বিষয়ে জানতে সম্প্রতি করা এক নতুন গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। খবর স্ট্যাটিস্টিকস নেদারল্যান্ডস।

সাধারণত চকোলেট উৎপাদনে কোকো ব্যবহার হয়। আমদানি করা কোকোর তিন-চতুর্থাংশ অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ব্যবহার করে নেদারল্যান্ডস। আর এক-চতুর্থাংশ অন্য দেশগুলোর কাছে পুনরায় বিক্রি করে দেয় দেশটি।

কোকো বিন, পাম অয়েল, সয়াবিন ও কফিসহ বেশকিছু কৃষিপণ্যের উল্লেখযোগ্য বাজার হিসেবে ধরা হয় নেদারল্যান্ডসকে। আমদানি মূল্যসূচকে পাম অয়েল আমদানিতে দেশটির অবস্থান তৃতীয়, সয়াবিন আমদানিতে চতুর্থ এবং কফি আমদানিতে দেশটি পঞ্চম অবস্থানে রয়েছে। আর কোকো আমদানির পরিমাণের দিক থেকে নেদারল্যান্ডসের অবস্থান বিশ্বে চতুর্থ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫