চীনে ৪৪ হাজার ৩৩৩ এক্সপ্লোরার গাড়ি প্রত্যাহার ফোর্ডের

প্রকাশ: আগস্ট ০৫, ২০১৯

চীনের বাজার থেকে মোট ৪৪ হাজার ৩৩৩টি আমদানীকৃত এক্সপ্লোরার গাড়ি প্রত্যাহার করছে ফোর্ড মোটর কোম্পানি। চীনের বাজার নীতিনির্ধারকদের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনের ওয়েবসাইটে শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়, আমদানীকৃত এক্সপ্লোরার গাড়ি প্রত্যাহার শুরু হয়েছে ১ আগস্ট। ত্রুটিপূর্ণ নকশার কারণে গাড়ির স্টিয়ারিং নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় তা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে বলে বিবৃতিতে জানানো হয়। বিনা খরচে ওই ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ রিপ্লেস করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড          

            সূত্র: সিনহুয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫