অ্যাথলেটিকস ফেডারেশন নির্বাচন : সাধারণ সম্পাদক মন্টু

প্রকাশ: আগস্ট ০৪, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচনে ফারুকুল ইসলাম-আবদুর রকিব মন্টু পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে ২৮ পদের সবগুলো জিতেছেন এ পরিষদের প্রার্থীরা। ১২০ ভোটারের মধ্যে ১১৭ জন এ নির্বাচনে ভোট দিয়েছেন।

পাঁচ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুর উদ্দিন চৌধুরী নয়ন, ফারুকুল ইসলাম, এসএম মোর্তাজা রশিদী দারা, মো. জায়েদুল আলম ও মো. তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক পদে ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুর রকিব মন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম পেয়েছেন ১৯ ভোট। আরেক প্রার্থী এসএম সাদাত হোসেন সোহেল পেয়েছেন মাত্র ২ ভোট। দুই যুগ্ম সম্পাদক পদে জিতেছেন ফরিদ খান চৌধুরী ও মিজানুর রহমান। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন জামাল হোসেন।

জয়ের পর মন্টু বলেন, ‘অ্যাথলেটিকস উন্নয়নে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র। এখানে যারা হেরে গেছেন, আমরা তাদের নিয়েই কাজ করতে চাই।’

প্রায় ছয় বছর পর অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫