বার্নসের পর লেজের আঘাত

প্রকাশ: আগস্ট ০৪, ২০১৯

আগের দিন সেঞ্চুরি করে মুগ্ধতা ছড়ান রোরি বার্নস। তৃতীয় দিন অবশ্য ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি এ ইংলিশ ওপেনার। ফিরেছেন দ্রুত। অর্ধশতকের পরই শেষ স্টোকসও। তার পরও ইংলিশদের বড় লিড নেয়া ঠেকাতে পারেনি অস্ট্রেলিয়া। লোয়ার অর্ডারে ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডের ৬৫ রানের জুটিতে ইংলিশদের লিড দাঁড়ায় ৯০ রানে। সংগ্রহ ৩৭৪ রান। দ্বিতীয় ইনিংসে অসিরা এ প্রতিবেদন লেখার সময় ২ উইকেটে সংগ্রহ করে ৬১ রান। 

আগের দিন গড়া জুটি এদিন বেশি দূর টানতে পারেননি বার্নস ও স্টোকস। ঠিক ৫০ রান করে কামিন্সের বলে টিম পেইনের হাতে ক্যাচ দেন স্টোকস। তিনশর কোটা পূরণ হওয়ার আগে ফিরে যান বার্নসও। নাথান লায়নের ঘূর্ণির শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩৩ রানের অনবদ্য ইনিংস। এরপর লায়নের বলে কোনো রান না করেই বোল্ড মঈন আলি। বেয়ারস্টোও (৮) ফিরে গেলে বড় লিডের স্বপ্ন ধূসর হয়ে আসে ইংলিশদের। কিন্তু এরপর দারুণ এক লড়াই শুরু করে লিড বাড়াতে থাকেন ওকস ও ব্রড। ৩৬৫ রানে ব্রড ফিরে গেলে ভাঙে এ জুটি। ২৯ রান করে কামিন্সের বলে আউট ব্রড। জেমস অ্যান্ডারসনকে (৩) লায়ন ফিরিয়ে দিলে ইংলিশরা থামে ৩৭৪ রানে। ৩৭ রানে অপরাজিত থাকেন ওকস। কামিন্স ও লায়ন নেন তিনটি করে উইকেট। দুটি করে নেন জেমস প্যাটিনসন ও পিটার সিডল। প্রথম ইনিংসে স্টিভ স্মিথের শতকে ২৮৪ রান তোলে অস্ট্রেলিয়া। ক্রিকইনফো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫