প্রতিটি খাবারেই ক্ষতিকর উপাদান উপস্থিত —পাবনা ডিএইর ডিডি

প্রকাশ: আগস্ট ০৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) পাবনার উপপরিচালক (ডিডি) মো. আজাহার আলী বলেছেন, প্রতিটি খাবারে রাসায়নিক পদার্থসহ মানবদেহের জন্য ক্ষতিকারক বিভিন্ন উপাদানের উপস্থিতি দেখা যাচ্ছে। ভেজাল ও অনিরাপদ খাবার গ্রহণের ফলে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। যে কারণে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে।

গতকাল সকালে ডিএই পাবনা আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক সচেতনতা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে সদর উপজেলার কৃষি কর্মকর্তা এএ মাসুম বিল্লাহ, মত্স্য কর্মকর্তা মো. খায়রূল হাসান সরকার, সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

মো. আজাহার আলী বলেন, ডেঙ্গু থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে বিভিন্ন রোগে মৃত্যুর হার বেড়ে যাবে। এ কারণে সরকারের নির্দেশে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য ও শাকসবজি উৎপাদনের ওপর জোর দেয়া হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫