পুরুষের অনুমতি ছাড়াই বিদেশ যেতে পারবে সৌদি নারীরা

প্রকাশ: আগস্ট ০৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই এখন থেকে বিদেশ ভ্রমণ করতে পারবেন সৌদি আরবের নারীরা। গতকাল এ-সংক্রান্ত একটি রাজকীয় ফরমান জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের নারীদের স্বাধীনতা আরেকটু বাড়ল। খবর বিবিসি।

রাজকীয় ফরমান অনুসারে, ২১ বছরের বেশি বয়সী যেকোনো সৌদি নারী বাবা, স্বামী বা অন্য কোনো পুরুষ আত্মীয়ের অনুমতি ছাড়াই পাসপোর্ট ও বিদেশযাত্রার আবেদন করতে পারবেন। সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এতদিন নারীদের পাসপোর্টের আবেদন কিংবা বিদেশ যাওয়ার ক্ষেত্রে পুরুষ অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক ছিল। রাজকীয় ফরমান জারির ফলে এখন থেকে সব প্রাপ্তবয়স্কই পাসপোর্ট ও ভ্রমণের জন্য আবেদনের ক্ষেত্রে সমান সুযোগ পাবে।

এছাড়া গতকাল সৌদি নারীদের শিশুর জন্মনিবন্ধন, বিয়ে ও বিচ্ছেদের অধিকারও দেয়া হয়েছে। এখন থেকে সৌদি নারীরা অপ্রাপ্তবয়স্ক শিশুদের বৈধ অভিভাবকও হতে পারবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫