আসিয়ান সম্মেলনের মধ্যেই ব্যাংককে ছয়টি বোমা বিস্ফোরণ

প্রকাশ: আগস্ট ০৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

ব্যাংককে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের মধ্যেই ছয়টি ক্ষুদ্র বোমার বিস্ফোরণ হয়েছে। গতকাল সকালের দিকে সংঘটিত ওই বিস্ফোরণে অন্তত চার ব্যক্তি আহত হয়েছেন। খবর রয়টার্স।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচা বিস্ফোরণের তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন। সামরিক জান্তা থেকে বেসামরিক সরকারের দায়িত্ব বুঝে নেয়ার দুই সপ্তাহের মধ্যে ঘটা এ হামলা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

মধ্য ব্যাংককের দুটি স্থানে সকাল ৯টায় ব্যস্ততম সময়ে বিস্ফোরণ ঘটে। শহরের উত্তরাংশে একটি সরকারি কমপ্লেক্স ভবনে বাকি বিস্ফোরণগুলো ঘটে, যেখানে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে।

এরাওয়ান মেডিকেল সেন্টার চারজন আহতের খবরটি নিশ্চিত করেছে। আহতদের তিনজনই নারী পরিচ্ছন্নতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। অন্য একজন আহত হয়েছেন ৭৭ তলাবিশিষ্ট ব্যাংককের সবচেয়ে উঁচু ভবন কিং পাওয়ার মহানাখনে। পুলিশ কর্নেল কামতর্ন উইচারোয়েন রয়টার্সকে জানান, মোট ছয়টি বোমার বিস্ফোরণ হয়েছে এবং আরেকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত এক ট্যাক্সিচালক চখেচাই প্রসংসান (৪৮) বলেন, আমার কান ঝালাপালা করছে। বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫