বাংলাদেশ নিরাপদ বিনিয়োগবান্ধব দেশ: বিডা

প্রকাশ: আগস্ট ০৩, ২০১৯

বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি নিরাপদ বিনিয়োগবান্ধব দেশ হিসেবে পরিচিত, দেশে চমত্কার বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সেক্টরে অনেক বিনিয়োগ হচ্ছে, সামনে এ হার আরো দ্রুত হবে। বিশ্বব্যাপী যেখানে গত বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির হার ১৩ শতাংশ কমেছে, সেখানে বাংলাদেশে প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদযাপন সম্পর্কিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম এসব কথা বলেন।

বিনিয়োগের এ ধারাকে আরো যুগোপযোগী করতে হলে, বিনিয়োগ সেবা দেয় এমন সব প্রতিষ্ঠান নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিনিয়োগকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দিতে হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদযাপন ও বিনিয়োগ মেলা সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিডার নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, বিডার নির্বাহী সদস্য সাইফুল্লাহ মকবুল মোর্শেদ, বিডার সচিব মো. মোশাররফ হোসেন, বিডার মহাপরিচালক তৌহিদুর রহমান খান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অতিরিক্ত সচিব আসিফ আইয়ুব, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সচিব মো. জয়নাল আবেদিন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সচিব মো. হারুন অর রশিদ, বাংলাদেশ হাইটেক পার্কের পরিচালক ফাহমিদা আক্তার, মো. রবিউল আলম ও মো. রায়হান ইসলাম উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫