গুলশানে ক্যাফে ও রেস্টুরেন্ট পেয়ালার তৃতীয় শাখা

প্রকাশ: আগস্ট ০১, ২০১৯

বণিক বার্তা অনলাইন

গুলশান-২ ডিসিসি মার্কেট ও কারওয়ান বাজারের পর এবার গুলশান ক্লাবের উল্টো দিকে ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে ক্যাফে ও রেস্টুরেন্ট ‘পেয়ালা’। গুলশান এভিনিউয়ে নতুন এই আউটলেট চালুর পাশাপাশি পেয়ালা ক্যাফে নিয়ে এসেছে তাদের নিজস্ব ‘পেয়ালা অ্যাপ’।

পেয়ালার সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ আরসালান আহমেদ জানান, অ্যাপের মাধ্যমে পেয়ালা ক্যাশের সুবিধা পাওয়া যাবে। অ্যাপ থেকে খাবার অর্ডার করা হলে এই পেয়ালা ক্যাশ ক্রেতারা পেয়ে যাবেন। যা নির্দিষ্ট একটি পরিমাণে দাঁড়ালে সেই পেয়ালা ক্যাশ ব্যবহার করে পরবর্তীতে পেয়ালা থেকে খাবার অর্ডার করতে পারবেন ক্রেতারা। 

তিনি জানান, অ্যাপের সাহায্যে ২.৫ কিলোমিটার এলাকার মধ্যে তাদের দৈনিক মেন্যু থেকে একদম ফ্রেশ ও সুস্বাদু খাবার অর্ডার করা যাবে এবং খাবার ডেলিভারি পাওয়া যাবে ৪৫ মিনিটের মধ্যে। সাথে পেয়ালার খাবার পাওয়া যাবে উবার, পাঠাওসহ অন্যান্য ফুড ডেলিভারি সার্ভিসেও।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং সপ্তাহের সাত দিনই ক্রেতাদের জন্য খোলা থাকে এই রেস্টুরেন্টটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫