দিনাজপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

প্রকাশ: আগস্ট ০১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে অসহায়-দরিদ্র শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে লংকাবাংলা ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রতিবন্ধী মানুষের মাঝে সংস্থাটিরে উদ্যোগে একশ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

স্থানীয় শিশু একাডেমী প্রাঙ্গনে লংকাবাংলা ফাইন্যান্স’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জয়নাল আবেদীন, লংকা বাংলা ফাইন্যান্স’র হেড অফএইচ আর মো: হাফিজ আল আহাদ ও হেড অফ জিআইএস মো. হাবিব হায়দার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেড অফ এডিসি মো. জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম ও দিনাজপুর জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন। অনুষ্ঠানটি পরিচালনা করেন লংকাবাংলা দিনাজপুর ব্রাঞ্চের ম্যানেজার মো. মাজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর ব্রাঞ্চের এসএমই কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, লংকাবাংলা ফাইন্যান্স অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেশের কল্যাণে অবদান রেখে চলেছে। আমরা চাই এ প্রতিষ্ঠান নিজে উন্নতি করে অসহায় মানুষের কল্যাণে কাজ করুক। তাদের এ উদ্যোগ দেখে হয়তো আগামীতে আরো অনেক প্রতিষ্ঠান মানুষের জন্যে কাজ করতে এগিয়ে আসবে। তিনি অসহায় অসহায় প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে দেশের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, এধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়, এজন্য সম্মিলিত উদ্যোগ নেয়া প্রয়োজন। অনুষ্ঠানে উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫