সামিট টাওয়ার্সের পক্ষে তহবিল সংগ্রহ করবে আইডিএলসি-বিআইএফএফএল

প্রকাশ: আগস্ট ০১, ২০১৯

সামিট টাওয়ার্স লিমিটেডের (এসটিএল) পক্ষে ইনভেস্টমেন্ট প্রমোশন ফিন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) থেকে দীর্ঘমেয়াদি উদ্ভাবনী বন্ডের মাধ্যমে ঋণ তহবিল সংগ্রহ করবে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। এ অর্থ টেলিকম টাওয়ার শেয়ারিং সেবা দিতে টেলিকম টাওয়ার নির্মাণে বিনিয়োগ করা হবে। গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সামিট টাওয়ার্স লিমিটেডের এমডি ও সিইও মো. আরিফ আল ইসলাম, আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের এমডি ও সিইও আরিফ খান এবং বিআইএফএফএলের সিওও মোহাম্মদ সগীর হোসেন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামিট কমিউনিকেশনস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান, সামিট টাওয়ার্সের ডিরেক্টর ফাদিয়াহ খালেদা খান, প্রজেক্ট কো-অর্ডিনেটর নাসিম ইমরান আহমেদ এবং আইডিএলসি ও বিআইএফএফএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫