পাবনা মানসিক হাসপাতালে সতর্কীকরণ সভা

প্রকাশ: আগস্ট ০১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

ডেঙ্গু প্রতিরোধে পাবনা মানসিক হাসপাতালে সতর্কীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে মানসিক হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পাবনা মানসিক হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলয়ারা আখতার, মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বুলবুল, সাইকিয়াট্রিক সোস্যাল ওয়ার্কার মকবুল হোসেন পাশা, মেট্রন শামীম আখতার, ওয়ার্ড মাস্টার মো. আ. বারী, আনিসুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ার কারণে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ রোগ প্রতিহত করার জন্য হাসপাতালের সবাইকে সচেতন থাকতে হবে।

পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস বলেন, বর্তমানে হাসপাতালে ৩৫৫ জন পুরুষ ও ১২০ জন নারী রোগীসহ ৪৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের সার্বিক সেবা নিশ্চিত করা হাসপাতালের দায়িত্ব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫