বাজারে ওয়ালটনের সাশ্রয়ী স্মার্টফোন ‘প্রিমো এনএইচ৪’

প্রকাশ: আগস্ট ০১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

সাশ্রয়ী বড় ডিসপ্লের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। ৪ হাজার ৯৯৯ টাকা দামের ‘প্রিমো এনএইচ৪’ মডেলের এ ফোন ডার্ক ব্লু, রেড ও ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

ওয়ালটন সেলুলার ফোন বিক্রি বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ৫ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লের এ ফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর রয়েছে। ১ গিগাবাইট ডিডিআরথ্রি র্যামের ডিভাইসটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটিতে গ্রাফিকস হিসেবে ব্যবহূত হয়েছে মালি-৪০০। ডিভাইসটিতে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এর ক্যামেরায় নরমাল মোড ছাড়াও অটো ফোকাস, ফেস ডিটেকশন, ফেস বিউটি, সেলফ টাইমার, ডিজিটাল জুম, এইচডিআর, মিরর ভিউ ও সিন মোড রয়েছে।

অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো সংস্করণ) অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটিতে কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি২, ল্যান হটস্পট ও ওটিএ সুবিধা। দেশে তৈরি এ স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি দেখা দিলে ফোন পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি দেয়া হবে। এছাড়া ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। পাশাপাশি ডিভাইসে এক বছরের এবং ব্যাটারিতে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা মিলবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫