[রাজনীতিকে সংকীর্ণ অর্থে কংগ্রেস না মুসলিম লীগ, লেবার না টোরি, ডেমোক্র্যাট না রিপাবলিকান বিবেচনা না করে যদি শাসনের দর্শন হিসেবে ভাবা যায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্রেষ্ঠ রাজনীতি সম্পৃক্ত ভাষণটি দিয়েছেন ইংরেজিতে, এ বাংলাদেশেই ৯৪ বছর আগে ১৩ ফেব্রুয়ারি ১৯২৬…