বাংলাদেশে রেলপথ নির্মাণে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক ক্রেন প্রযুক্তি। কারখানায় তৈরি রেলপথের খণ্ডাংশ একে একে বসানো হচ্ছে রাস্তায় বিছানো পাথরের ওপর। ১৫০ মিটারের একটি রেলপথের অংশ বসাতে সময় লাগছে মাত্র কয়েক মিনিট। একটি বসিয়ে শুধু জোড়া দেয়া হচ্ছে আগের ১৫০ মিটার অংশের সঙ্গে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবহৃত হচ্ছে এই অত্যাধুনিক প্রযুক্তি।