বাড়তে পারে শৈত্য প্রবাহের পরিসর

বণিক বার্তা অনলাইন

ছবি: বণিক বার্তা/ফাইল

রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতির আরো বিস্তার ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুসারে, শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পূর্বাভাস অনুসারে, পরবর্তী দিনগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়া বর্ধিত পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন