রবি আজিয়াটার পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন-সংক্রান্ত পর্ষদ সভা ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি কোম্পানিটির পর্ষদ সভা করার কথা থাকলেও দুজন পরিচালকের অসুস্থতার কারণ দেখিয়ে তা বাতিল করা হয়েছে। নতুন করে ১৫ মার্চ কোম্পানিটির পর্ষদ সভার তারিখ নির্ধারণ করা হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রবি আজিয়াটার আয় দাঁড়িয়েছে হাজার ৯৬ কোটি টাকায়। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল হাজার ৬৪৪ কোটি টাকা। সময়ে কোম্পানিটির আয় বেড়েছে শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ১৬৭ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন