ড্রাগন সোয়েটারের লভ্যাংশ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের অনুমোদনক্রমে লভ্যাংশ পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে উদ্যোক্তা পরিচালক বাদে অন্য বিনিয়োগকারীদের জন্য শতাংশ নগদ এবং সব শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে ড্রাগন সোয়েটারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ২৩ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৮ টাকা ৯৮ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে গত বছরের ২৯ ডিসেম্বর এজিএম আহ্বান করা হয়। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বছরের ১৪ নভেম্বর। এর আগের ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এদিকে চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন