স্পট মার্কেটে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক প্রতিষ্ঠান গ্রামীণফোন  লিমিটেড। আজ আগামী রোববার কোম্পানিটির শেয়ার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে। দুদিন ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

চলতি ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিতে সুপারিশ করেছে গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ। যা কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফার ৯৭ শতাংশ।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। যেখানে এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ৩০ পয়সা। বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৭ টাকা ৭০ পয়সা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে বছরের আগস্ট।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৪৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোনের পর্ষদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন