এক কর্মযোগী ও চিন্তানায়ক
সে যা ছিল এবং যা হয়েছে তার জন্য আমি গর্বিত
সবসময় পরিচ্ছন্ন, সবসময় ফোকাসড
অনেক পড়াশোনা ও বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেন
সেই বিশ্লেষণী ক্ষমতা দেখে আমি চমৎকৃত হই
কোনো রকম হস্তক্ষেপ ছাড়া কাজ সম্পাদন করতে দিতেন
তার বাজেটের গুণগত মান অন্য বাজেটের তুলনায় ভালো
উনি রাজনৈতিক চাপের কোনো তোয়াক্কা করেননি
মির্জ্জা আজিজুল ইসলাম, শ্রদ্ধাস্পদেষু
মসিউর সে সময়ে দেশের স্বাধীনতা ও অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করত
দেশে যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তাতে ড. মসিউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন
আব্বা আমার রোল মডেল
খুব শান্ত মেজাজে পরিস্থিতি সামাল দিতে পারেন
আমি ‘মসি’ বলি
আমার বন্ধু মসিউর রহমান
তিনি যে দেশপ্রেমিক, এটা কথাবার্তা-কাজে বোঝা যায়
একই সঙ্গে বিদ্বান, গবেষক ও প্রাজ্ঞ অর্থনীতিবিদ
মসি ভাই একজন পড়ুয়া মানুষ
সব সময় তার মধ্যে আমি একটা প্রাগম্যাটিক মনোভাব দেখেছি
রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরও তার মাঝে আত্মম্ভরিতার লেশমাত্র দেখিনি
ওনার মতো মানুষ আমাদের সরকার বা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ