সৌদি আরবে নিষিদ্ধ বলিউডের ‘ভুলভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’

সৌদি প্রশাসনের মতে, ছবিগুলোতে সহিংসতা ও যৌনতাসহ এমন বিষয়বস্তু রয়েছে যা দেশটির সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।

দীপাবলি উপলক্ষে বলিউডের আলোচিত দুটি সিনেমা ‘ভুলভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’ ভারতে মুক্তি পাচ্ছে শুক্রবার (১ নভেম্বর)। ভারতসহ অন্যান্য দেশে সিনেমা দুটির মুক্তি উপলক্ষে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলেও সৌদি আরবে ছবি দুটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি প্রশাসনের মতে, ছবিগুলোতে সহিংসতা ও যৌনতাসহ এমন বিষয়বস্তু রয়েছে যা দেশটির সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।

একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সৌদির রিভিউ কমিটি এরই মধ্যে ‘ভুলভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’ দেখেছেন এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে ছবিগুলোর মুক্তি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, ওই দুই ছবিতে এমন কিছু উপাদান রয়েছে যা সৌদি আরবের নীতিমালা লঙ্ঘন করতে পারে। একই সঙ্গে দক্ষিণী সিনেমা ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আনিস বাজমির পরিচালনায় হরর-কমেডি ‘ভুলভুলাইয়া থ্রি’তে অভিনয় করেছেন বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। অন্যদিকে রোহিত শেঠির অ্যাকশনধর্মী ‘সিংহাম অ্যাগেইন’ এর মূল চরিত্রে আছেন অজয় দেবগন, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফ। অতিথি চরিত্রে আছেন অক্ষয় কুমার, রণবীর সিং ও সালমান খান।

উল্লেখ্য, সৌদি আরবে এর আগেও ভারতীয় সিনেমা নিষিদ্ধ করার নজির রয়েছে। সালমান খানের রাজনৈতিক থ্রিলার ‘টাইগার থ্রি’ও আগে নিষিদ্ধ করা হয়েছিল।

আরও