অ্যাকশন বনাম হরর-কমেডি, বলিউড বক্স অফিসে কার কত জোর

শুক্রবার মুক্তি পেয়ে ভারতের সিনেমা হলে ৬০ শতাংশ দর্শক দখলে রেখেছিল সিংহাম অ্যাগেইন।

বলিউড দর্শকরা বছরের সবচেয়ে বড় বক্স অফিস লড়াই প্রত্যক্ষ করছে। স্বভাবতই প্রশ্ন জেগেছে, কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও অজয় দেবগনের ‘সিংহাম অ্যাগেইন’-এর মধ্যে প্রথমদিনের আয়ে কোন সিনেমা এগিয়ে। ফলাফল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির পক্ষে গেলেও কোনো ছবিই সমালোচকের মন কাড়তে পারেনি। অন্তত ইন্ডিয়ান এক্সপ্রেসের রিভিউ সেকশন তা-ই বলছে।

হরর-কমেডি ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও কপ-অ্যাকশন ‘সিংহাম অ্যাগেইন’ দুটি সিনেমার আগের কিস্তিগুলো ছিল সুপার-ডুপার হিট। আর নতুন কিস্তিতে তারকাদের মেলা বসেছে।

শুক্রবার (১ নভেম্বর) মুক্তি পেয়ে ভারতের সিনেমা হলে ৬০ শতাংশ দর্শক দখলে রেখেছিল ‘সিংহাম অ্যাগেইন’। এদিন আয় করেছে ৪৩ কোটি ৫০ লাখ রুপি। যা এখন পর্যন্ত অজয় দেবগণের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং।

অন্যদিকে অজয়ের হাঁটুর বয়সী কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া থ্রি’ দেশীয় বাজারে আয় করেছে ৩৫ কোটি ৫০ লাখ রুপি। এটিও এ তারকার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। সব মিলিয়ে আয়ের অংক খারাপ না।

‘সিংহাম’ আলাদা সিরিজ হলেও এখন রোহিত শেঠির উচ্চাভিলাষী কপ ইউনিভার্সের অংশ। এতে আরো আছেন করিনা কাপুর খান, রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ ও অর্জুন কাপুর। ‘দাবাং’ সিরিজ থেকে চুলবুল পান্ডে চরিত্রে ক্যামিও করেছেন সালমান খান।

অনিস বাজমির ‘ভুল ভুলাইয়া থ্রি’তে আছেন ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তির নায়িকা বিদ্যা বালান। এতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছেন হালের ক্রেজ তৃপ্তি দিমরি। তবে এ সিনেমার অন্যতম চমক হলেন মাধুরী দীক্ষিত।

আরও