বলিউড বক্স অফিসের সক্ষমতার প্রমাণ দিল দুই সিনেমা

সিনেমা ব্যবসা দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠায় বিদ্যমান পরিবেশে বক্স অফিসের সক্ষমতা নিরূপণ করাও কঠিন। তবে বড় সিনেমার সেয়ানে-সেয়ানে লড়াই থেকে তা অনেকটাই অনুমান করা যায়। এই যেমন ‘সিংহাম অ্যাগেইন’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’র চলমান টক্কর।

বৈশ্বিক আয়ে বলিউড সিনেমা হাজার কোটি রুপির মাইলফলক অর্জন করেছে বেশিদিন হয়নি। তবে জনসংখ্যার বিচারে দেশীয় বক্স অফিসে আয় এখনো উত্তর আমেরিকা বা চীনের তুলনায় অনেক কম ভারতে। এর পেছনে রয়েছে দেশটির ভোক্তাদের আর্থিক সংগতি ও অবকাঠামোগত সমস্যা।

সিনেমা ব্যবসা দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠায় বিদ্যমান পরিবেশে বক্স অফিসের সক্ষমতা নিরূপণ করাও কঠিন। তবে বড় সিনেমার সেয়ানে-সেয়ানে লড়াই থেকে তা অনেকটাই অনুমান করা যায়। এই যেমন ‘সিংহাম অ্যাগেইন’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’র চলমান টক্কর। গত শুক্রবার মুক্তি পাওয়া দুই সিনেমা তিনদিনে সোয়া ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। সেখান থেকে বোঝা যাচ্ছে, বলিউডে এখনো যথেষ্ট দম রয়েছে।

গতকাল রোববার সাপ্তাহিক ছুটির দিন ভারতে রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম অ্যাগেইন’ আয় করেছে ৩৫ কোটি রুপি। উইকএন্ডে দেশীয় বাজারে এ ছবির মোট সংগ্রহ ১২১ কোটি রুপি। তবে প্রথম দুইদিনের তুলনায় রোববার একটু হলেও কমল আয়। শুক্রবার দিওয়ালির দিন আয় ছিল ৪৩ কোটি ৫০ লাখ রুপি। এর পরদিন আয় ২ দশমিক শূন্য ৫ শতাংশ কমে হয়েছে ৪২ কোটি ৫০ লাখ রুপি।

সব মিলিয়ে বক্স অফিস লড়াইয়ে আপাতত বিজেতা অজয় দেবগনের সিনেমাটি। এতে আরো রয়েছেন কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, রণবীর সিং ও টাইগার শ্রফ। চুলবুল পান্ডে চরিত্রে ক্যামিও করেছেন সালমান খান। এটি সুপারহিট ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ও রোহিত শেঠির কপ ইউনিভার্সের অংশ।

এদিকে ‘ভুল ভুলাইয়া থ্রি’ মুক্তির তৃতীয় দিনে আয় করেছে ৩৩ কোটি ৫০ লাখ রুপি। আগের দুইদিন আয় ছিল যথাক্রমে ৩৫ কোটি ৫০ লাখ ও শনিবারে ৩৭ কোটি রুপি। সব মিলিয়ে আনিস বাজমি পরিচালিত সিনেমাটির আয় ১০৬ কোটি রুপি। এ সিনেমায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি।

চমৎকার ব্যবসার মাধ্যমে বলিউডে হিট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নতুন উচ্চতায় উঠে এল ‘সিংহাম’ ও ‘ভুল ভুলাইয়া’ সিরিজ। অবশ্য সদ্য মুক্তি পাওয়া দুই সিনেমার কোনোটিই সমালোচকদের কাছে ততটা প্রশংসা পায়নি।

আরও