অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড পরেছিলেন স্পাইডার ম্যানের পোশাক। এমনকি মার্ভেলের সর্বশেষ স্পাইডার ম্যানও তিনি ছিলেন। এবার অভিনেতা জানালেন, তিনি স্পাইডার ম্যান হতে সবসময়ই রাজি। এমনকি মার্ভেল যদি নিকট ভবিষ্যতে তাকে স্পাইডার ম্যান চরিত্রে অভিনয়ের প্রস্তাব করে, তিনি সানন্দে রাজি হবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গারফিল্ড বলেন, ‘শতভাগ নিশ্চিত করে বলতে পারি, এ চরিত্রে অভিনয় করতে আমি রাজি। চরিত্রটি সংস্কৃতির সঙ্গে দারুণভাবে যুক্ত। তাই একে নিয়ে যদি নতুন করে কোনো গল্প ভাবা হয়, তাহলে দারুণ একটি সিনেমা হতে পারে। বিষয়টি একসময় কমিক থেকে পাঠক গ্রহণ করেছিল। এখনো জনপ্রিয়তা তুঙ্গে।’
গারফিল্ড কেবল চরিত্রের জনপ্রিয়তা দিয়েই স্পাইডার ম্যানকে বিচার করেন না। তিনি নিজেও এ চরিত্রের একজন ভক্ত। এ নিয়ে গারফিল্ড বলেন, ‘আমি চরিত্রটা পছন্দ করি, কেননা স্পাইডার ম্যান আনন্দ নিয়ে আসে আমাদের জন্য। নিজেকে এ চরিত্রে দেখতে পছন্দ করি। তাই এ চরিত্রে ফিরতেও আমি আনন্দিত হব।’
স্পাইডার ম্যানকে সর্বশেষ দেখা গেছে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ সিনেমায়। তবে এ চরিত্রে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা টোবি ম্যাগুয়ের। এছাড়া চরিত্রটিতে অভিনয় করেছেন টম হল্যান্ড। বলা যায়, তিনিই এখন পর্যন্ত সর্বশেষ স্পাইডার ম্যান।
অতিমারী-পরবর্তী সময়ের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল স্পাইডার ম্যান: নো ওয়ে হোম। ২ বিলিয়ন ডলারের মতো আয় করেছিল সিনেমাটি। এতে টম হল্যান্ড ও টোবি ম্যাগুয়েরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অ্যান্ড্রু গারফিল্ড। সিনেমার সাফল্য নিয়ে তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারি না এমন কিছু হয়েছে। সিনেমাটি এত ভালো ব্যবসা করবে, তা আমরা চিন্তা করতে পারিনি।’
সূত্র ও ছবি: ইয়ন