কমলার র‍্যালিতে তারকাদের পারফরম্যান্স

কমলা হ্যারিসের এ হলিউড সমর্থন বেশ কাজে দেবে বলে মনে করছেন অনেকে। কেবল তার সাম্প্রতিক র‍্যালিই নয়, এর আগেও বেশকিছু মাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছিলেন তারকারা। বিয়ন্সের মতো তারকাও ছিলেন সমর্থন জানানোর এ তালিকায়।

যুক্তরাষ্ট্রে এখন নির্বাচনের মৌসুম। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দারুণ প্রতিযোগিতায় লিপ্ত কমলা হ্যারিস। প্রচারণার অংশ ছিল ফিলাডেলফিয়ার র‍্যালি। সেখানে পারফর্ম করেছেন লেডি গাগা, কেটি পেরি, জন বনজভির মতো তারকারা। এছাড়া পিটসবার্গ, আটলান্টা, ডেট্রয়েট ও লাস ভেগাসে হয়েছে আরো কিছু অনুষ্ঠান। খবর দ্য হলিউড রিপোর্টার।

কমলার প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ কনসার্টে লেডি গাগা গেয়েছেন ‘গড ব্লেস আমেরিকা’ ও ‘এজ অব গ্লোরি’। সেই সঙ্গে কনসার্ট ও র‍্যালিতে আসা মানুষের উদ্দেশে বলেছেন, ‘দেশ এখন আপনাদের ওপর নির্ভর করছে।’

এ সময় তিনি নারীদের ক্ষমতায়ন নিয়েও কথা বলেন। লেডি গাগা বলেন, ‘এ দেশের বয়সের অর্ধেকটা সময় নারীরা কোনো কথা বলতে পারেনি। মত দেয়ার অধিকার ছিল না তাদের। আমরা সন্তান পালন করেছি, পরিবারের জন্য কাজ করেছি এবং পুরুষদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। কিন্তু এখন সময় এসেছে, নারীরাও সিদ্ধান্তের অংশ হতে পারবে।’

বেশ কিছুদিন ধরেই কমলার এ র‍্যালি নিয়ে আলাপ আলোচনা চলছিল সব মাধ্যমে। কনসার্টের লাইনআপ প্রকাশ হলে দর্শক ও সাধারণ মানুষ বেশ চমৎকৃতই হয়েছে। বিষয়টি তাদের জন্য অনেক বড় ছিল। দুটো র‍্যালির আয়োজন করা হয়, যার প্রথম স্টপেজ ছিল পিটাসবার্গ। সেখানে কেটি পেরি পারফর্ম করেন। তার সঙ্গে ছিলেন আন্দ্রা ডে ও ডি-নাইস।

কমলা হ্যারিসের এ হলিউড সমর্থন বেশ কাজে দেবে বলেই অনেকে মনে করেন। কেবল তার সাম্প্রতিক র‍্যালিই নয়, এর আগেও বেশকিছু মাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছিলেন তারকারা। বিয়ন্সের মতো তারকাও ছিলেন সমর্থন জানানোর এ তালিকায়।

এদিকে কমলা নিজে হাজির হয়েছিলেন স্যাটারডে নাইট লাইভে। এছাড়া নানা সময় তার পক্ষে কথা বলেছেন হ্যারিসন ফোর্ড ও জেনিফার লরেন্সের মতো তারকাও।

প্রচারণায় কোনো কমতি রাখেননি কমলা। আটলান্টায় পারফর্ম করেছেন টু চেঞ্জ, অ্যান্টনি হ্যামিল্টন, সিয়ারা; র‍্যালেইয়ে ফ্যান্টাসিয়া ব্যারিনো, জেমস টেইলর, রেমি ওল্ফ; লাস ভেগাসে ক্রিস্টিনা আগিলেরা, সোফি টাকার আর ডেট্রয়েটে অনেকের সঙ্গে ছিলেন জন বনজভি।

আরও