শুক্রবার হাতিরঝিলে রক ব্যান্ডগুলোর ‘গণজোয়ার’

‘গণজোয়ার’ এর আয়োজন করছে ম্যাভিক্স গ্লোবাল। আয়োজকদের কথায়, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা আন্দোলন থেকে শুরু করে স্বৈরশাসকের পতন, আকস্মিক বন্যাসহ নানা ঘটনায় কঠিন সময় পার করছে দেশবাসী। সে কারণেই সংগীতের বড় কোনো আয়োজন এতদিন সম্ভব হয়নি।

রাজধানীর হাতিরঝিলে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রকারদের ‘গণজোয়ার’। আগামী ১৮ অক্টোবর (শুক্রবার) রকপ্রধান ব্যান্ডগুলোকে নিয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। এতে পারফর্ম করবে ‘নেমেসিস’, ‘ক্রিপটিক ফেইট’, ‘অ্যাভয়েড রাফা’, ‘বে অব বেঙ্গল’, ‘কাকতাল’, ‘কনক্লুশন’সহ আরো কয়েকটি ব্যান্ড।

‘গণজোয়ার’ এর আয়োজন করছে ম্যাভিক্স গ্লোবাল। আয়োজকদের কথায়, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা আন্দোলন থেকে শুরু করে স্বৈরশাসকের পতন, আকস্মিক বন্যাসহ নানা ঘটনায় কঠিন সময় পার করছে দেশবাসী। সে কারণেই সংগীতের বড় কোনো আয়োজন এতদিন সম্ভব হয়নি। মাঝে যে কয়েকটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে তা বানভাসি মানুষের ত্রাণ সংগ্রহ ও পুনর্বাসনের জন্য। আশার কথা হলো, এখন দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। সে কারণেই নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সংগীত পিপাসুদের জন্য তারা এ কনসার্টের আয়োজন করছেন। রকপ্রেমীদের কাছে ‘গণজোয়ার’ একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

কনসার্ট নিয়ে আয়োজকরা জানান, ১৮ অক্টোবর বিকাল ৩টায় দর্শকের জন্য ভেন্যুর গেট খুলে দেয়া হবে। বিকাল ৪টা থেকে শুরু হবে কনসার্ট, চলবে ৭টা পর্যন্ত। নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে দর্শকরা এ আয়োজন উপভোগ করতে পারবেন।

আরও