যেমন যাচ্ছে বলিউডের বক্স অফিস

মোটামুটি চাঙ্গা অবস্থায় আছে বলিউডের বক্স অফিস। একসঙ্গে মুক্তি পেয়েছে দুটি বড় সিনেমা। একটি ‘সিংহাম অ্যাগেইন’ ও অন্যটি ‘ভুল ভুলাইয়া থ্রি’।

মোটামুটি চাঙ্গা অবস্থায় আছে বলিউডের বক্স অফিস। একসঙ্গে মুক্তি পেয়েছে দুটি বড় সিনেমা। একটি ‘সিংহাম অ্যাগেইন’ ও অন্যটি ‘ভুল ভুলাইয়া থ্রি’। ১ নভেম্বর মুক্তি পাওয়া দুটি সিনেমাই আশানুরূপ আয় করছে। রোহিত শেঠির মাল্টি স্টারার সিনেমা সিংহাম অ্যাগেইন তিনদিনে ছাড়িয়ে গেছে ১০০ কোটি রুপি। রোববার সিনেমাটির আয় ছিল ৩৫ কোটি রুপি। এর মাধ্যমে ভারত থেকে এটি তুলে নিল ১২১ কোটি রুপি। এর বৈশ্বিক আয় হয়েছে ২০০ কোটি রুপি।

অ্যাকশনকে পাশ কাটিয়ে বলিউড আপন করে নিয়েছে হরর ও হরর-কমেডিকে। সে কারণেই হয়তো ‘স্ত্রী টু’র পর ভুল ভুলাইয়া থ্রিও জমজমাট হলো। সিনেমাটি মুক্তির তিনদিনে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। রোববার এর আয় ছিল ৩৩ কোটি ৫০ লাখ রুপির মতো। সিংহাম অ্যাগেইন থেকে কিছুটা পিছিয়ে আছে এ সিনেমা। ভারতে ভুল ভুলাইয়া থ্রির মোট আয় ১০৬ কোটি রুপি।

তবে স্বাভাবিকভাবেই কর্মদিবস শুরু হতে সিনেমার আয় কমেছে। মুক্তির দিন শুক্রবার সিংহামের আয় ছিল ভারতে ৪৩ কোটি ৫০ লাখ রুপি। কারণ সেদিন ছিল দীপাবলির ছুটি। ওইদিন ভুল ভুলাইয়া থ্রি আয় করে ৩৫ কোটি ৫০ লাখ রুপি। গত শনিবার বেশি আয় করে সিনেমাটি। তা ছিল ৩৭ কোটি রুপি। এটি এ বছরের তৃতীয় বড় ওপেনিং। ৫৫ কোটি ৪০ লাখ রুপি আয় করে সবচেয়ে বড় ওপেনিং পেয়েছিল স্ত্রী টু। এর পরেরটি সিংহাম অ্যাগেইনের।

তৃতীয় দিনে গিয়ে ভুল ভুলাইয়া থ্রির আয় কমেছে ১০ শতাংশ। কমেছে সিংহামেরও। গত শনিবার সিনেমাটি আয় করে ৪২ কোটি ৫০ লাখ রুপি। গত রোববার ছুটি থাকার পরও বেশি আয় হয়নি। সকালের শোয় ২৭ দশমিক ২৯ শতাংশ, বিকালে ৫৫ দশমিক ৮৫ শতাংশ, সন্ধ্যায় ৬৯ দশমিক ৬৪ শতাংশ ও রাতের শোয় ৫৭ দশমিক ৪৩ শতাংশ দর্শক পাচ্ছে সিনেমাটি। ধারণা করা হচ্ছে, দিন গেলে ভুল ভুলাইয়া থ্রির দর্শক মোটামুটি নিয়মিত থাকবে এবং বক্স অফিসে এ সিনেমা আরো এক সপ্তাহ ভালো আয় করবে।

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও