বলিউডে ধর্মা প্রোডাকশনের আধিপত্য কয়েক যুগের। এ কোম্পানির অধীনে নির্মিত হয়েছে অসংখ্য ব্লকবাস্টার সিনেমা। ব্যবসা ছাড়াও ধর্মার কর্ণধার করণ জোহরের রয়েছে আলাদা সেলিব্রিটি ইমেজ। সবকিছু মিলিয়ে ব্র্যান্ড ভ্যালুর নিরিখে ধর্মা প্রোডাকশনের সমকক্ষ কোম্পানি বলিউডে কমই আছে। সে হাউজের ৫০ শতাংশ কিনে নিলেন আদর পুনাওয়ালা। খবর হিন্দুস্তান টাইমস।
প্রযোজনা সংস্থাটির নেতৃত্বে ‘কুচ কুচ হোতা হ্যায়’-খ্যাত করণ জোহর থাকলেও এখন থেকে আধাআধি মালিকানা থাকছে সিরিন এন্টারটেইনমেন্টের।
ভারতের বিনোদন ও মিডিয়া জগতে সম্প্রতি অধিগ্রহণ ও একীভূতকরণ নতুন মাত্রা লাভ করেছে। যতদূর জানা যায়, ধর্মার সঙ্গে চুক্তির দৌড়ে রিলায়েন্স ও সারেগামার মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে সিরিন।
জানা গেছে, ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ এক হাজার কোটি রুপির বিনিময়ে কিনে নিয়েছে আদর পুনাওয়ালার সিরিন এন্টারটেইনমেন্ট। এখনো বাকি ৫০ শতাংশের মালিক করণ জোহর।
নতুন অংশীদারত্বের বিষয়ে আদর পুনাওয়ালা বলেন, ‘দেশের অন্যতম আইকনিক প্রযোজনা সংস্থার অংশীদার হতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত তাও আবার আমার বন্ধু করণ জোহরের অংশীদার। আশা করব, আমরা আগামী দিনে ধর্মা প্রোডাকশনকে আরো বড় করতে পারব এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’
অন্যদিকে করণ জোহর বলেন, ‘শুরুর দিন থেকে ধর্মা প্রোডাকশন মন ছুঁয়ে যাওয়া গল্পের সমর্থক হয়ে থেকেছে। আমার বাবা এমন ছবি বানানোর স্বপ্ন দেখেছেন যার প্রভাব বরাবর মানুষের মনে অনেকদিন থেকে যায়। আজ আমরা আদরের সঙ্গে হাত মেলালাম। ও আমার কাছের বন্ধু এবং ভবিষ্যৎদ্রষ্টা। আমরা একসঙ্গে ধর্মা প্রোডাকশনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।’
১৯৭৬ সালে ধর্মা প্রোডাকশন প্রতিষ্ঠা করেন করণ জোহরের বাবা ইয়াশ জোহর। বাবার মৃত্যুর পর প্রতিষ্ঠানটির হাল ধরেন করণ। কালা পাথর, অগ্নিপথ, মাই নেম ইজ খান, কাভি খুশি কাভি গাম, ব্রহ্মাস্ত্রসহ অনেক হিট ও স্মরণীয় ছবি উপহার দিয়েছে এ প্রযোজনা সংস্থা।
চুক্তি অনুযায়ী, ধর্মা প্রোডাকশনে ২ হাজার কোটি রুপি বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। ভারতীয় এ ব্যবসায়ী সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান। সেরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন আদরের বাবা সাইরাস পুনাওয়ালা।