গায়িকা হতে চেয়েছিলেন আলিয়া ভাট

বেঙ্গালুরুতে অ্যালান ওয়াকারের সঙ্গে মঞ্চে উঠে ভক্তদের চমৎকৃত করেছিলেন আলিয়া ভাট। তবে এবার মঞ্চে নয়, জনপ্রিয় টিভি শোয়ে বক্তব্য দিয়ে ফের আলোচনায় জায়গা করে নিলেন আলিয়া।

বেঙ্গালুরুতে অ্যালান ওয়াকারের সঙ্গে মঞ্চে উঠে ভক্তদের চমৎকৃত করেছিলেন আলিয়া ভাট। তবে এবার মঞ্চে নয়, জনপ্রিয় টিভি শোয়ে বক্তব্য দিয়ে ফের আলোচনায় জায়গা করে নিলেন আলিয়া। কারিনা কাপুরের চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এর মধ্যেই জনপ্রিয়তা কুড়িয়েছে ব্যাপক। সম্প্রতি মিরচি প্লাসে প্রকাশ হয়েছে শোয়ের পঞ্চম সিজনের ট্রেলার। মৌসুমের অতিথি ছিলেন বহুমাত্রিক। কেবল অভিনেতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না।

শোয়ে উপস্থিত থাকা অভিনেত্রীদের মধ্যে ছিলেন সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর, মন্দিরা বেদি ও আলিয়া ভাট। ট্রেলারে দেখা যায় ভুবম বাম, রণবীর ব্রার ও শ্রেয়া ঘোষালকেও। পুরো অনুষ্ঠান তারা মাতিয়ে রেখেছিলেন। দেখা যায়, ভাট অনুষ্ঠানের উপস্থাপিকার কাছে স্বীকার করছেন, ক্যামেরার সামনে থাকা অবস্থায় পুরো সময়টাকে তিনি নিজের দখলে রাখার চেষ্টা করেছেন। সে সময় তাকে জিজ্ঞাসা করা হয় তার কণ্ঠস্বর নিয়ে। ভাট দেরি না করে জবাব দেন, তিনি এক সময় গানেই ক্যারিয়ার তৈরি করতে চেয়েছিলেন। সে বিষয়ক বিশদ পরিকল্পনাও এগিয়ে গিয়েছিল।

আলিয়া ভাটের নতুন সিনেমা ‘জিগরা’ মুক্তি পেল গতকাল। এ সিনেমা মুক্তির পর প্রথম দিনই আয় করে নিয়েছে প্রায় ৫ কোটি রুপি। জিগরায় দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তিনি ‘চল কুড়িয়ে’ গানটি গেয়েছেন। এর আগে ২০১৪ সালে তিনি ‘সামঝাওয়া’ আনপ্লাগড প্রকাশ করেন। সিনেমার নাম ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’।

শোয়ে আসা অন্য অতিথিদের মধ্যে আদিত্য রয় কাপুর স্বীকৃতি দেন, তিনি একটা খোলা বইয়ের মতো। কোনো কিছু গোপন করার মানুষ নন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নীনা গুপ্ত বলেন, ‘আমি শিখেছি, টাকায় সব কিনতে পারা যায়’।

মন্দিরা বেদি তার স্বামী রাজ কৌশলের মৃত্যু নিয়ে কথা বলেন। রাজ মারা যান ২০২১ সালে। সোনাক্ষী সিনহা স্বীকার করেন, জহির ইকবালের সঙ্গে তার প্রেম ও বিয়ের ব্যাপারে। দেখা করার প্রথম সপ্তাহেই তিনি জহিরকে ভালোবাসার কথা জানিয়ে দেন। রণবীর ব্রার জানান, তিনি দক্ষিণী সিনেমায় ভিলেনের অভিনয় করার প্রস্তাব পাচ্ছেন বেশ কিছুদিন ধরে।

কারিনা কাপুর খানকে পরবর্তী সময়ে দেখা যাবে ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায়। তবে হোয়াট উইমেন ওয়ান্ট শো তাকে অভিনয়ের বাইরে ভিন্ন এক চরিত্র হিসেবে দাঁড় করিয়েছে।

সূত্র: ইয়ন

আরও