দক্ষিণ ভারতের অভিনেতা সুরিয়া। অভিনয়ের পাশাপাশি সমাজকল্যাণমূলক নানা কাজের সঙ্গেও তিনি যুক্ত। কিন্তু এখন পর্যন্ত সক্রিয় রাজনীতিতে আগ্রহ দেখাননি তিনি। সাধারণত দক্ষিণের তারকাদের সহজাত এক ধরনের আগ্রহ থাকে রাজনীতিতে। সুরিয়া সেদিকে এখনো যাচ্ছেন না। এ কারণে তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সামনেও এমন কোনো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানিয়েছেন নির্মাতা আরজে বালাজি ও কার্তিক সুব্বারাজ। তারা দুজন মূলত সুরিয়ার পরবর্তী দুটো সিনেমা নির্মাণ করছেন। এখনো সিনেমার নাম নিশ্চিত করা হয়নি। একটিকে বলা হচ্ছে ‘সুরিয়া ৪৪’ ও পরেরটিকে ‘সুরিয়া ৪৫’।
আরজে বালাজি তার সিনেমার শৈল্পিক সৌন্দর্যের জন্য আলোচিত। সম্প্রতি সুরিয়ার নতুন সিনেমা ‘কাঙ্গুভা’র অডিও প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘রাজনীতি কেবল নির্বাচনকেন্দ্রিক কোনো বিষয় নয়। আমরা যদি সামাজিকভাবে সচেতন থাকি, রাস্তায় পড়ে থাকা একটা গাছ সরিয়ে নিই, আমরা রাজনীতির মধ্যে আছি। সমাজকল্যাণমূলক কাজ, শিক্ষা বিস্তারের মধ্য দিয়ে সুরিয়া এর মধ্যেই একজন রাজনীতিবিদ। তিনি এরই মধ্যে সামাজিক সচেতনতার বীজ বুনেছেন অনেকের মধ্যে। এ ধরনের রাজনীতির সঙ্গেই যুক্ত থাকুন। ভোটের রাজনীতিতে আপনার যাওয়ার প্রয়োজন নেই।’
আসন্ন সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘অনেকেই আমাকে এ সিনেমা সম্পর্কে জিজ্ঞেস করছেন। সিনেমাটিতে আমাকেই সুরিয়া স্যার কেন নিচ্ছেন, তা জানতে চেয়েছেন। আমি শুধু এখন সুরিয়া স্যারকে ধন্যবাদ দিতে চাই, আমাকে সুযোগটা দেয়ার জন্য। আর জানাতে চাই, আমি গণমানুষের জন্য একটা সিনেমা নির্মাণ করছি এবার।’
সুরিয়ার আরেকটি সিনেমার নির্মাতা কার্তিক সুবারাজ। তিনি সুরিয়ার ৪৪তম সিনেমার শুটিং এরই মধ্যে শেষ করেছেন। এ নির্মাতা বলেন, ‘সিনেমার প্রতি ভালোবাসার কথা বাদ দিলেও সুরিয়া এমন কিছু চিত্রনাট্য বাছাই করেছেন, যা সিনেমাকে এগিয়ে নিয়ে গেছে। এমনকি কাঙ্গুভাও একটি গুরুত্বপূর্ণ তামিল সিনেমা হিসেবে টিকে থাকবে।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এখানে আমরা ‘‘গ্ল্যাডিয়েটর’’ বা ‘‘ট্রয়’’-এর মতো সিনেমা নির্মাণের কথা ভাবলে ভাবনাতেই থেমে যাই। এত বড় পরিসরের সিনেমা নির্মাণ করতে যাই না। কিন্তু কাঙ্গুভার পর সেই ধারণা ভেঙে যাবে।’
সুব্বারাজও সুরিয়ার বিনয় নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘সুরিয়া নিজের জনপ্রিয়তাকে কখনো খুব বড় করে দেখেননি। তিনি তার ভক্তদের ভালোবাসেন। এ কারণে সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে সিনেমায় অভিনয় করেছেন।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস