জনি ডেপের বিপরীতে চতুর্থ সিনেমায় পেনেলোপে ক্রুজ

হিল অব ব্লো, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস এবং মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস; এ তিন ছবিতে অভিনয় করে নিজেদের রসায়ন ভালোই বুঝিয়েছেন জনি ডেপ ও পেনেলোপে ক্রুজ। এ দুই তারকাকে চতুর্থ দফায় দেখা যেতে চলেছে ‘ডে ড্রিংকার’ সিনেমায়।

ডেডলাইনের এক প্রতিবেদন অনুসারে, সিনেমাটি পরিচালনা করছেন ‘দ্য অ্যামাইজিং স্পাইডার-ম্যান’খ্যাত মার্ক ওয়েব। প্রযোজনায় থাকছে লায়নসগেট। শিগগিরই শুরু হতে যাচ্ছে দৃশ্যায়ন।

গত মার্চে যখন প্রথমবার খবরে আসে ‘ডে ড্রিংকার’, তখন নায়িকা হিসেবে সিডনি সুইনির নাম শোনা যায়। আর এটি হতে যাচ্ছে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলায় জড়ানো ও জেতার পর জনি ডেপের প্রথম বড় কোনো স্টুডিওর সঙ্গে সিনেমা।

মৌলিক চিত্রনাট্যের এ সিনেমার গল্পে থাকছে একটি প্রমোদতরী। যেখানকার বারটেন্ডার এক অদ্ভুত মাতাল ব্যক্তির মুখোমুখি হন। যারা শিগগিরই নিজেদের আন্ডারওয়ার্ল্ড অপরাধ চক্রে আবিষ্কার করে এবং পরস্পরের মধ্যে আশ্চর্যজনক সংযোগ দেখতে পায়।

প্রযোজনা সংস্থা লায়নসগেট মোশন পিকচার গ্রুপের প্রধান অ্যাডাম ফোগেলসনের মতে, বাণিজ্যিক সিনেমা হিসেবে উঁচু দরের গল্প বলবে ‘ডে ড্রিংকার’। যেখানে রয়েছে অবিশ্বাস্য সব টুইস্ট। সে গল্প তুলে ধরতে মার্ক ওয়েবের মতো পরিচালক বা জনি ডেপ ও পেনেলোপে ক্রুজের মতো অভিনেতার বিকল্প নেই।

সাবেক স্ত্রীর সঙ্গে আইনি জটিলতায় জড়ানোর আগে জনি ডেপ ছিলেন হলিউডের অন্যতম ধনী ও চাহিদাসম্পন্ন তারকা। বড় স্টুডিও রিলিজ বলতে তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’ সিনেমায়। অ্যাম্বার হার্ডের সঙ্গে ঝামেলার জেরে ওই সিরিজসহ একাধিক সিনেমা থেকে বাদ পড়েন জনি ডেপ। ওই সময় নারীর বিরুদ্ধে সহিংসতার কারণে তোপের মুখে পড়েন এ তারকা। তবে মামলায় জেতার পর জনির ভাগ্য ফের খুলতে শুরু করেছে। এরই মধ্যে কিছু ইন্ডি সিনেমায় কাজও করেছেন।

আরও