টানা পাঁচবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট। ২০১৯ সাল পর্যন্ত চলছিল এ আয়োজন। তবে করোনা মহামারীর (২০২০) পর থেকেই বন্ধ রয়েছে এটি। তিন দিনব্যাপী এ লোকসংগীত উৎসবে সুর-তালের মোহনায় ডুব দিতেন শ্রোতারা। সম্প্রতি শোনা যাচ্ছিল, চার বছরের বিরতি ভেঙে আবারো মঞ্চে ফিরতে চলেছে ফোকফেস্ট। এর আগে চার বছর বিরতি দিয়ে ফেরার কথা শোনা গেলেও ঠিক কবে হচ্ছে এমন খবর জানা যায়নি। অবশেষে এল সে ঘোষণা। গতকাল আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আবার হবে শিকড়ের গান। ফিরে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট। সান কমিউনিকেশনসের পক্ষে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন সমকালকে বলেন, ‘পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোকফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর।’
তিনি আরো বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আর্মি স্টেডিয়ামে অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি। আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে বসছে ফোকফেস্টের ষষ্ঠ আসর।’
বাংলা লোকগানের সুর-সুধা বিশ্বদরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট। এরই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে উৎসবটি।