শুরু হচ্ছে নতুন একক প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আজ শুরু হচ্ছে নতুন প্রদর্শনী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লা গ্যালারিতে শুরু হচ্ছে এলিজ গ্রোজোঁর একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘Finely Tiny’।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আজ শুরু হচ্ছে নতুন প্রদর্শনী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লা গ্যালারিতে শুরু হচ্ছে এলিজ গ্রোজোঁর একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘Finely Tiny’। প্রদর্শনী শুরুর আগে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে এলিজ গ্রোজোঁর বিশেষ আলোচনা, ‘গণিত এবং শিল্প: সংযোগ অন্বেষণ’।

এলিজ গণিতে ডক্টরেট (পিএইচডি) লাভ করেন এবং ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ENSTA-Paris -এ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তার গবেষণার মূল বিষয় শারীরিক ঘটনার সিমুলেশনের জন্য সংখ্যা পদ্ধতির উন্নয়ন। কর্মের অবসরে যখন তিনি সুযোগ পান বা যখন তিনি জটিল গণিতের সমীকরণ সমাধানে ব্যস্ত নন, তখন এলিজ আঁকতে ভালোবাসেন পেন্সিল, কালি, তেলরঙ, অ্যাক্রিলিক, জলরং, রঞ্জক, কোলাজ, এমনকি লবণ-ময়দার মতো বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে।

এলিজের মতো গণিত ও শিল্প দুটি ভিন্ন প্রকৃতির আবেগের মধ্যে যে সম্পর্ক তৈরি করে, তা হলো জটিল জ্যামিতিক প্যাটার্নের প্রতি তার ভালোবাসা। এ সংযোগ শিল্পীর ‘ক্লাসরুম’ এবং ‘রোমিও ও জুলিয়েট—গণিতজ্ঞ সংস্করণ’ নামক দুটি ছবিতে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে, যা প্রদর্শনীতে দর্শক দেখতে পাবেন।

প্রদর্শনী চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

আরও