চলচ্চিত্র উৎসব মানেই একেকটা নতুন অভিজ্ঞতা। প্রতিটি উৎসবে থাকে নতুন সিনেমা। এমন সব সিনেমা, যা সাধারণত থিয়েটারের জন্য নির্মিত নয়। আবার থিয়েটারের সিনেমা আগে আসে উৎসবে। থাকেন নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীও। তাই চলচ্চিত্র উৎসব নিয়ে সাধারণ দর্শকেরও আগ্রহ থাকে প্রবল। আর সেরা চলচ্চিত্র উৎসবগুলোর তালিকায় প্রথম দিকেই থাকে ভেনিস চলচ্চিত্র উৎসব। এ বছরের উৎসব শুরু হয়েছে গত ২৮ আগস্ট আর চলছে নিজের নিয়মে। সেখানে প্রতিদিন প্রদর্শনী হচ্ছে নতুন সিনেমার, তারকারা হাঁটছেন রেড কার্পেটে।
ভেনিসের এবারের আয়োজনটি উৎসবের ৮১তম আসর। অতিমারী, হলিউডের ক্রু মেম্বারদের ধর্মঘট ও নানা বিপর্যয় কাটিয়ে নতুন করেই যেন ফিরল ভেনিস। সেই সঙ্গে ফিরলেন তারকারাও। এবারের কান উৎসবে তারকাদের উপস্থিতি যেন কম ছিল। তবে সেখানে আছেন ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি। দুজনই অভিনয় করেছেন ‘উলফ’ নামের সিনেমায়। সেটি নিয়েই তারা থাকছেন ভেনিসে। সাধারণত ক্লুনি, পিটদের দেখা পাওয়া ভার।
এবার শুরতেই মাত করেছেন অনেকে। টিম বার্টনের ‘বিটলজুস’ সিনেমার সিকুয়াল ‘বিটলজুস বিটলজুস’ প্রদর্শিত হয়েছে এবারের উৎসবে। সিনেমাটি ৪ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। সেই সঙ্গে রেড কার্পেটে হেঁটেছেন এর তারকারা। জেনা ওর্তেগা লাল গাউন পরে হেঁটেছেন। সেই সঙ্গে টিম বার্টনের পাশে কালো গাউনে উপস্থিত হয়ে সবাইকে মুগ্ধ করেছেন মনিকা বেলুচ্চি। ভিভিয়ান ওয়েস্টউড গাউনে মনিকা মনে করিয়ে দিলেন তার পুরনো দিনগুলোকে।
ক্যাথরিন ওহারা লাল গালিচায় এসেছিলেন ওস্কার দে লা রেতা গাউনে। কানের লাল গালিচায় ফিলিস্তিনকে স্মরণ করেছিলেন কেট ব্ল্যানচেট। ভেনিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসেছিলেন একটি সোনালি গাউন পরে। অফ-শোল্ডার সে গাউনের সঙ্গে গলার কাছে ছিল মুক্তার মালা।
টিল্ডা সুইটন ও জর্জ ক্লুনির সঙ্গে ব্র্যাড পিট যেখানে উপস্থিত হয়েছেন, অ্যাঞ্জেলিনা জোলি সেখানে আছেন পাবলো ল্যারির ‘মারিয়া’ নিয়ে। সিনেমাটি নির্মাণ হয়েছে গ্রিক অপেরা গায়িকা মারিয়া কাল্লাসকে নিয়ে। মারিয়া প্রদর্শনের পর সিনেমাটি ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। এ সম্মান পেয়ে রীতিমতো অশ্রুসিক্ত হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।
এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে যেসব সিনেমা মনোযোগের কেন্দ্রে থাকবে তার মধ্যে একটি হলো মারিয়া। তবে সবচেয়ে বেশি অপেক্ষা সম্ভবত টড ফিলিপসের ‘জোকার: ফোলি আ দু’ নিয়ে। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী অক্টোবরে।
হলিউডের প্রথম সারির তারকারা আছেন বলেই কি ভেনিস চলচ্চিত্র উৎসব আলোচিত বা গুরুত্বপূর্ণ? বিষয়টি সে রকম নয়। মূলত তারকা ও তাদের সিনেমার জন্যও এ চলচ্চিত্র গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতি বছর প্রতিটি উৎসবেই তারকারা দ্যুতি ছড়ান। সিনেমার পাশাপাশি তাদের পোশাক ও প্রসাধনীর মাধ্যমে ফ্যাশনকে এগিয়ে নেন বা প্রচারে আনেন। কিন্তু এ বছর উৎসবটির বিশেষ কারণ উৎসবের আমেজটা আগের মতোই অনেকটা ফিরছে। আশা করা হচ্ছে এর পরের উৎসবগুলো এ ধারা বজায় রাখবে।