টি-টোয়েন্টি বিশ্বকাপ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা

শারজায় এই ম্যাচে বাংলাদেশের একাদশে আজ কোনো পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজ একাদশে রয়েছে একটি পরিবর্তন। চেনিয়াদ নেশনের জায়গায় এসেছেন ম্যান্ডি মাংগ্রু।

ক্যারিবীয় নারীরা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে খড়কুটোর মতো উড়ে গেলেও পরের ম্যাচে তারা হারায় স্কটল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকা দুই জয়ের মাঝখানে হেরেছে ইংল্যান্ডের কাছে। ৩ ম্যাচ থেকে এখন ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের শীর্ষে। ইংল্যান্ড ৪ পয়েন্ট পেয়েছে ২ ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ঝুলিতে সমান ২ পয়েন্ট।

সংযুক্ত আরব আমিরাতে চলমান নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শারজায় এই ম্যাচে বাংলাদেশের একাদশে আজ কোনো পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজ একাদশে রয়েছে একটি পরিবর্তন। চেনিয়াদ নেশনের জায়গায় এসেছেন ম্যান্ডি মাংগ্রু। ২ ওভারশেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৩ রান। দিলারা আক্তার ৭ ও সাথী রানী ৬ রানে ব্যাট করছিলেন।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেয় দিলেও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় নিগার সুলতানার দল। দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ১১৮ রানের বেশি করতে দেননি নাহিদা আক্তার ও রিতু মনিরা। যদিও বাজে ব্যাটিং প্রদর্শনীতে ৭ উইকেটে ৯৭ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জিততে হবে টাইগ্রেসদের। কারণ, পাঁচ দলের ‘বি’ গ্রুপ থেকে দুটি উঠবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপ থেকেও সেমিতে উঠবে দুটি দল।

ক্যারিবীয় নারীরা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে খড়কুটোর মতো উড়ে গেলেও পরের ম্যাচে তারা হারায় স্কটল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকা দুই জয়ের মাঝখানে হেরেছে ইংল্যান্ডের কাছে। ৩ ম্যাচ থেকে এখন ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের শীর্ষে। ইংল্যান্ড ৪ পয়েন্ট পেয়েছে ২ ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ঝুলিতে সমান ২ পয়েন্ট।

‘এ’ গ্রুপের শীর্ষে অস্ট্রেলিয়া (৪ পয়েন্ট)। এরপর ভারত (৪), পাকিস্তান (২) ও নিউজল্যান্ড (২)। বুধবার রাতের ম্যাচে শ্রীলংকাকে ৮২ রানে হারায় ভারত।

আরও