মোহাম্মদ সালাহউদ্দিনকে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নিয়োগের বিষয়টি জানায় বিসিবি। সালাহউদ্দিনের চুক্তির মেয়াদ ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত।
সালাহউদ্দিনের কোচিংয়ের অভিজ্ঞতা প্রায় দুই দশকের। এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ২০১০ থেকে ২০১১ পর্যন্ত তিনি বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমির স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেছেন।
২০১৪ সালে সিঙ্গাপুর জাতীয় দলের কোচের দায়িত্ব পান সালাহউদ্দিন। তিনি দলটিকে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফোরে নিয়ে যান।
এসিসি-ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল-থ্রি কোচিং সার্টিফিকেটধারী সালাহউদ্দিন মূলত ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেয়ে খ্যাতি লাভ করেন। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে একাধিকবার শিরোপা জিতেছেন। সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে।
তার নিয়োগ নিয়ে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেছেন, সালাহউদ্দিনের নিয়োগের মধ্য দিয়ে জাতীয় দলে দেশি কোচের আসার পথ সুগম হবে। তিনি বলেন, ‘আমি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই অঙ্গীকার করেছি যে, জাতীয় দলের সেট-আপে যোগ্যদের বিবেচনা করা হবে। দীর্ঘ অভিজ্ঞতা, ক্রিকেটীয় প্রজ্ঞা আর দক্ষতার বিচারে আমরা মনে করছি সালাহউদ্দিন ছিলেন এই কাজের জন্য উপযুক্ত প্রার্থী। আমি বিশ্বাস করি, জাতীয় দলে আরো বাংলাদেশি কোচ অন্তর্ভুক্ত করার এটাই সময়।’