কাতালান ডার্বিতে এস্পানিওলকে হারাল বার্সেলোনা

দানি ওলমো জোড়া গোল করে বার্সেলোনাকে জিতিয়েছেন। ১২ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে বল পেয়ে গোল করেন ওলমো। ২৩ মিনিটে গোল ব্যবধান ২-০ করেন অধিনায়ক রাফিনহা। এরপর ৩১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওলমো। আলেহান্দ্রো বালদের পাস থেকে গোলটি করেন স্প্যানিশ খেলোয়াড়।

স্প্যানিশ লা লিগায় আজ রোববার কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করেছে হ্যান্সি ফ্লিকের দল।

স্প্যানিশ লা লিগায় আজ রোববার কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করেছে হ্যান্সি ফ্লিকের দল।

দানি ওলমো জোড়া গোল করে বার্সেলোনাকে জিতিয়েছেন। ১২ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে বল পেয়ে গোল করেন ওলমো। ২৩ মিনিটে গোল ব্যবধান ২-০ করেন অধিনায়ক রাফিনহা। এরপর ৩১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওলমো। আলেহান্দ্রো বালদের পাস থেকে গোলটি করেন স্প্যানিশ খেলোয়াড়। জাভি পুয়াদো ৬৩ মিনিটে একটি গোল পরিশোধ করলেও সেটি ছিল এস্পানিওলের জন্য কেবলই সান্ত্বনার।

এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট, আর রিয়ালের ১১ ম্যাচে ২৪। শনিবার ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচ ছিল রিয়ালের। যদিও ভ্যালেন্সিয়ায় বন্যা হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়।

১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা আজ ২-০ গোলে হারায় লাস পালমাসকে। এ ম্যাচে নিজের প্রথম গোল করেন কোচ দিয়েগো সিমিওনের ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে। জয় শেষে গোল নিয়ে জুলিয়ানো বলেন, ‘অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোল করে ভালো লাগছে। কিন্তু ভ্যালেন্সিয়ায় (বন্যায়) যা ঘটছে, আমরা তা এড়িয়ে যেতে পারি না। বন্যাদুর্গতদের সবার প্রতি সহমর্মিতা জানাই।’

আরও