নাজমুল হোসেন শান্ত চলমান চট্টগ্রাম টেস্টের পরই বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন, এটা মোটামুটি পরিষ্কার। যদিও এখনো নিশ্চিত নয়। কিন্তু তিনি ছেড়ে দিলে কে হবেন তার উত্তরসুরি? এ বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ মুহূর্তে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজই এ কাজের জন্য ফ্রন্টরানার।
ফারুক আহমেদ ব্যাখ্যা করে বলেন, ‘মিরাজ এ কারণে এগিয়ে যে, সে তিন ফরম্যাটেই খেলে, দুটিতে তো নিশ্চিতই। আবার সে কিন্তু এ কাজে নতুন নয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিল। আবার ঘরোয়া ক্রিকেটেও সে নেতৃত্ব দেয়। কাজেই সব মিলে সে এগিয়ে থাকবে।’
তিনি এ নিয়ে আরো বলেন, ‘আমি মিডিয়ায় দেখেছি, কেউ তাসকিন আহমেদের নাম বলেছে। তবে সবকিছু আমরা নিশ্চিত করছি না। আমরা কথা বলে, যোগ্য কাউকে দায়িত্ব দেব।’
তিনি জানান, আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যেন লম্বা সময়ের জন্য, অন্তত দুই বছরের জন্য কাউকে অধিনায়কের দায়িত্ব দেয়া যায় সেটি ভাবছেন তারা।