সাফ সাফল্যে ইউরোপের দ্বার খুলে যাচ্ছে বাংলাদেশের শীর্ষ কয়েক তারকার। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন ও সাবিনা খাতুনকে নিতে আগ্রহ প্রকাশ করেছে নর্থ মেসিডোনিয়ার ক্লাব টিভেরিজা ব্রেরা। দেশটির নারীদের শীর্ষ লিগে খেলছে ক্লাবটি। নয় ম্যাচ শেষে লিগ টেবিলের শীর্ষে আছে টিভেরিজা ব্রেরা। ২৫ পয়েন্ট সংগ্রহ করা ক্লাবটি বর্তমানে একজন বিদেশী ফুটবলার নিয়ে খেলছে। প্রতিদ্বন্দ্বী দলগুলো একাধিক বিদেশী ফুটবলার নিয়ে খেলছে। বিদেশী কোটায় দ্রুতই বাংলাদেশের কয়েকজন ফুটবলারকে সই করাতে চায় ক্লাবটি।
টিভেরিজা ব্রেরা ক্লাবের জেনারেল ডিরেক্টর আলেকসান্দ্রা টেরজিস্কি এ প্রসঙ্গে শুক্রবার বাংলাদেশের এক সংবাদপত্রকে বলেন, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ আমরা গভীর মনোযোগ দিয়ে দেখেছি। আমরা বাংলাদেশের বেশ কয়েকজন ফুটবলারের প্রতি আগ্রহী। দ্রুততম সময়ের মধ্যে তাদের নিয়ে আসতে চাই।’
গতকাল এ নিয়ে আলেকসান্দ্রা টেরজিস্কির কাছে জানতে চাইলে তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় বণিক বার্তাকে বলেন, ‘সম্ভাবনা আছে, তবে তারা ভিসা না পাওয়া পর্যন্ত আমরা একই ঘোষণা দিচ্ছি না। আমরা প্রাথমিকভাবে ঋতু ও সাবিনাকে নেব। জানুয়ারিতে তাদের নিতে চাই। ভারতের দিল্লিতে গিয়ে ভিসা করাতে হবে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাব। সাবিনা বাফুফে সভাপতির সঙ্গে কথা বলে ভারতের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে চান। বিদেশী ফুটবলার খেলানোর ইস্যুতে সীমাবদ্ধতার কারণে আপাতত দুজনকে নিতে চাই। ভবিষ্যতে বাংলাদেশের প্রতিভাবান ফুটবলারদের নিতে চাই আমরা।’
তবে বিদেশী লিগে বাংলাদেশের খেলোয়াড়দের নাম লেখানো নতুন নয়। বিদেশের লিগে খেলেছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়া। সম্প্রতি ভুটানের রয়েল থিম্পু কলেজের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন সাবিনা, মারিয়া মান্ডা, মনিকা ও ঋতুপর্ণা। শীর্ষ তারকাদের এবার ডাক পড়তে পারে ইউরোপ থেকে।