তাইজুলের দুই বল ডট দেয়ার পর তৃতীয় বলটিতে সুইপ খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন নতুন ব্যাটার ও ঢাকা টেস্টের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনা। তাইজুলের আবেদনে সাড়া দিয়ে লেগ বিফোঁর দিয়ে দেন আম্পায়ার। এর মধ্য দিয়ে চট্টগাম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট পূর্ণ হলো বামহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলামের। পতন হওয়া প্রথম ৫ উইকেটের সবগুলোই নিয়েছেন তিনি।
এ নিয়ে ৪৯ টেস্টের ক্যারিয়ারে ১৪তম বার ৫ উইকেট শিকার করলেন ৩২ বছর বয়সী তাইজুল। এছাড়া ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুবার। ২০১৪ সালে অভিষেক হওয়া তাইজুল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। সদ্যই ঢাকা টেস্টে ৮ উইকেট নিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুশর ক্লাবে নাম লেখান। এবার চট্টগ্রামে প্রথম ইনিংসে নিলেন ৫ উইকেট। সব মিলে তার ক্যারিয়ার উইকেট এখন পর্যন্ত ২০৯টি।
২০১৪ সালে কিংসটাউনে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। সেই থেকে তিনি টেস্ট দলের নিয়মিত মুখ। নিয়মিতই দলের আস্থার প্রতিদানও দিয়ে চলেছেন। সাকিবের সঙ্গে জুটি বেধে বহু ম্যাচে দলকে টেনেছেন। এবার মেহেদী হাসান মিরাজকে নিয়ে তার নতুন স্পিন জুটি। জুটি বদলায়, তবে তিনি নিজেরই মতো নিরলস নিজের কাজটি করে যান।
ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট নেয়ার কীর্তি আছে তাইজুলের। ২০১৪ সালে অভিষেকের বছরই ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে নিয়েছিলেন ৮ উইকেট। এছাড়া একবার ৭ উইকেট ও ছয়বার ৫ উইকেট নিয়েছেন তিনি।
এ প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকা ১১০ ওভারে ৫ উইকেটে ৪১৩ রান নিয়ে দ্বিতীয় দিন লাঞ্চের বিরতিতে যায়। রাইয়ান রিকেলটন ১২ উইয়ান মুলডার ১২ রানে অপরাজিত ছিলেন। ১৭৭ রানের ইনিংস খেলার টনি ডি জর্জিকে সাজঘরে ফেরান তাইজুল। ডেভিড বেডিংহ্যামকে তিনি আউট করেন ৫৯ রানে। আর ভেরেইনাকে রানের খাতা খুলতে দেননি।