লাইভ

চট্টগ্রাম টেস্ট

৩২ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ

10 Updates
  • ৩০ অক্টোবর, ২০২৪

    'নাইটওয়াচম্যান হারিয়ে বিপাকে বাংলাদেশ

    'নাইটওয়াচম্যান' হিসেবে এসেছিলেন পেসার হাসান মাহমুদ। তাকে দেয়া দায়িত্ব তিনি পালন করতে পারেননি। স্পিনার কেশব মহারাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন হাসান।

  • ৩০ অক্টোবর, ২০২৪

    সাদমান–জাকিরের পর এবার আউট মাহমুদুলও

    সাদমান–জাকিরের পর এবার আউট হলেন মাহমুদুল। ডেন প্যাটারসনের বলে ড্রাইভ খেলতে গিয়ে মার্করামের হাতে ক্যাচ দিয়েছেন এই ওপেনার।

  • ৩০ অক্টোবর, ২০২৪

    ফের ব্যর্থ জাকির

    ফের ব্যর্থ জাকির। পাকিস্তান ও ভারত সফরের ৪ টেস্টের ৮ ইনিংসে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪০। মিরপুর টেস্টে তাই দল থেকে বাদও পড়েছিলেন। চট্টগ্রাম টেস্টে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না।রাবাদার অফ স্টাম্পের বাইরে করা বলটিকে ব্যাক ফুট পাঞ্চ করতে চেয়েছিলেন জাকির। দিয়েছেন উইকেটকিপার হাতে ক্যাচ। আবার রিভিউও নষ্ট করেছেন।

    বাংলাদেশের রান ২ উইকেটে ২৫। এরমধ্যে ১০ রান এসেছে অতিরিক্ত থেকে।

  • ৩০ অক্টোবর, ২০২৪

    ১৪ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ

    লেগ স্টাম্পের বাইরের বলে সাদমান ফ্লিক করতে চেয়েছিলেন। তাতে বল এজ হয়ে যায় উইকেটকিপার ভেরেইনার হাতে। আম্পায়ার শুরুতে সাড়া না দিলে রিভিউ নেন মার্করাম। আল্ট্রাএজে সাদমানের ব্যাটে বড় এজ ধরা পড়ে। তাতে তিনি ফেরেন খালি হাতেই।

  • ৩০ অক্টোবর, ২০২৪

    ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

    চট্টগ্রাম টেস্টে ৬ উইকেটে ৫৭৭ রানের বিশাল সংগ্রহ তুলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ৩ সেঞ্চুরি আর ২ ফিফিটিতে এই রান তুলেছে প্রোটিয়ারা

  • ৩০ অক্টোবর, ২০২৪

    দ্বিতীয় সেশন দক্ষিণ আফ্রিকার

    চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫০০ পেরিয়ে বড় সংগ্রহের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। ১৩৭ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৫৫২ রান করেছে প্রোটিয়ারা। ২ সেঞ্চুরি আর ৩ ফিফিটিতে এই রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। উইকেটে আছেন উইয়ান মুলদার ৭৯ রানে ও সেনুরান মুথাসামি ৫১ রানে। খেলা চলছে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের। মূলত, প্রথম দিনই ব্যাকফুটে চলে গিয়েছিলো বাংলাদেশ। নিরেট ব্যাটিং উইকেটে সারাদিন ৮১ ওভার বল করে মাত্র ২টি উইকেট নিতে পেরেছিলো বাংলাদেশ দলের বোলাররা।

  • ৩০ অক্টোবর, ২০২৪

    মাহমুদুল হাসানকে বল দিলেন নাজমুল

    উইকেটের সন্ধানে ২ বছর পর বোলিংয়ে এলেন মাহমুদুল। প্রথম ওভারে অফ স্পিন করে ১ রান দিয়েছেন। তবে পরের ওভার দিয়েছেন ১৩ রান। এই ১৩ রানের ১২–ই দুই ছক্কায় নিয়েছেন মুল্ডার। এর আগে দুবছর আগে চট্টগ্রামেই শ্রীলংকার বিপক্ষে একটি বল করেছিলেন মাহমুদুল হাসান। সেটি ছিল ড্র হওয়া ম্যাচের শেষ বল।

  • ৩০ অক্টোবর, ২০২৪

    তাইজুলের পর এবার রানার আঘাত

    লাঞ্চের পর তাইজুলের সঙ্গে নাহিদ রানার ওপর ভরসা রেখেছিলেন অধিনায়ক নাজমুল। সেই প্রতিদান দিয়েছেন নাহিদ রানা। ফিরিয়েছেন রায়ান রিকেলটনকে। নাহিদ রানার ব্যাংক অফ লেংথে করা বলটিকে অফ সাইডে খেলতে চেয়েছিলেন রিকেলটন। তবে বল নিচু হয়ে যাওয়ায় ব্যাটের নিচের কানায় লেগে চলে যায় মাহিদুল ইসলামের হাতে। টেস্ট ক্রিকেট এটি মাহিদুলের প্রথম ডিসমিসাল।

    দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ৪৪২।

  • ৩০ অক্টোবর, ২০২৪

    আবারও তাইজুল

    স্কোরবোর্ডে ৫ রান তুলতে উইকেট হারিয়েছে প্রোটিয়ারা ৩ । ৩টি উইকেটই নিয়েছেন তাইজুল। সর্বশেষ গত টেস্টের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন। তাতে আরো একবার ৫ উইকেটের স্বাদ পেলেন তাইজুল। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন এ স্পিনার।

    দক্ষিণ আফ্রিকার রান এখন ৫ উইকেটে ৩৯১।

  • ৩০ অক্টোবর, ২০২৪

    তাইজুল ৪, বাংলাদেশ ৪

    ওভারের প্রথম বলটিতে মারলেন ছক্কা। পরের বলেও ছক্কা মারতে চাইলেন। তবে এবার আর হয়নি। জোরের ওপর করা তাইজুলের বলটি মিস করেছেন বেডিংহাম, হয়েছেন বোল্ড। দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ৩৮৬। ৫৯ রান করে আউট হয়েছেন বেডিংহাম। এর পরের ওভারেই সুইপ করতে গিয়েই আউট হলেন ডি জর্জি। তাইজুলের করা মিডল–লেগ স্টাম্প বরাবর করা বলটি প্যাডে লাগে এ ওপেনারের। আম্পায়ারও আবেদনে সাড়া দেন। ডি জর্জি রিভিউ নিয়েছিলেন। কাজে লাগেনি। তাতে তাইজুল পেয়েছেন চতুর্থ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৩৯১।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শুরু হয়েছে। ব্যাক্তিগত ১৪১ রানে অপরাজিত থেকে ২য় দিনের খেলা শুরু করেছেন টনি ডি জর্জি। সেটাকে দেড়শতে নিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি প্রোটিয়া ওপেনারের। দিনের ৮ ওভার শেষ হতেই পেয়ে যান দেড়শ রানের দেখা। তাইজুল ইসলামকে চার মেরে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ড্যাডি সেঞ্চুরি।

দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের জন্য ছিল হতাশার মুহূর্তও। দ্বিতীয় ওভারে হাসানের বলে বেডিংহামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচেছেন তিনি। এরপর স্ট্যাম্পিংয়ের আবেদনও ছিল তার বিপক্ষে। সেখানেও বেঁচে গিয়েছেন তিনি। দিনের প্রথম নয় ওভার শেষে উঠেছে ৩৫ রান। ডি জর্জির ১৫৬ রানের সঙ্গে বেডিংহাম অপরাজিত ৩৮ রানে।

এই প্রতিবেদন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেট হারিয়ে ৩৫৫ রান।

আরও