ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটে টানা দ্বিতীয় জয় তুলে নিল সেনা কল্যাণ সংস্থা। শনিবার উত্তেজনাপূর্ণ ম্যাচে দলটি ক্যাডেট একাদশকে ৬ রানে হারিয়েছে। শুক্রবার ব্র্যাক ব্যাংককে হারিয়েছিল দলটি। আজ আরেক ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নামা সেনা কল্যাণ সংস্থা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। মো. রাসেল মিয়া সর্বোচ্চ ৩৮ রান করেন। ক্যাডেট একাদশের ফখরুল আলম ও রাজিব মাহমুদ শুভ ২টি করে উইকেট নেন। জবাবে বারিউল মুসাব্বির প্রীতম ও আবু নাসের ইবনে শহিদ নাসেরের বোলিং তোপে ১৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে ক্যাডেট একাদশ ১১২ রান তুলতে পারে। দুজনই নিয়েছেন ৪ উইকেট করে। ক্যাডেট একাদশের এসএম শফিউল ইসলাম সর্বোচ্চ ৩৫ রান করেন।
একই গ্রাউন্ডে অপর ম্যাচে আলিমুল ইসলাম (৪৩) ও আরাফাত ইসলামের (৩০) কল্যাণে ১৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ১২৭ রান সংগ্রহ করে নৌবাহিনী। জবাবে আরিফুর জামান রিয়াদের ৫৪ বলে ৭৫ এবং মো. ফয়সাল কবিরের ৩৬ বলে ৪৬ রানের ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় সেনাবাহিনী। শুক্রবার অল-স্টারের কাছে ৩ উইকেটের হার দিয়ে প্রতিযোগিতা শুরু করা সেনাবাহিনী এবার জয়ে ফিরল।