দ্বিতীয় সেশনে উইকেট না হারিয়ে দু্ইশ পার প্রোটিয়াদের

১ উইকেটে ২০৫ রান নিয়ে চা-বিরতিতে যায় দলটি। ডি জর্জি ১০১ ও স্টাবস ৬৫ রানে অপরাজিত রয়েছেন। ১৪৬ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ডি জর্জি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চিরাচরিত ব্যাটিং ট্র্যাকের সুবিধা আদায় করে নিচ্ছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। সাগরিকায় প্রথম দিন এক উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চের বিরতিতে যায় অতিথিরা। টনি ডি জর্জি ও ত্রিস্তান স্টাবসের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে আরো জমা ক্রিকেট খেলল প্রোটিয়ারা। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে তারা তুলেছে ৯৬ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চিরাচরিত ব্যাটিং ট্র্যাকের সুবিধা আদায় করে নিচ্ছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। সাগরিকায় প্রথম দিন এক উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চের বিরতিতে যায় অতিথিরা। টনি ডি জর্জি ও ত্রিস্তান স্টাবসের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে আরো জমা ক্রিকেট খেলল প্রোটিয়ারা। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে তারা তুলেছে ৯৬ রান।

ওপেনিং জুটিতে দারুণ সূচনা করে অতিথিরা। মারক্রাম ও টনি ডি জর্জি ভোগাচ্ছিলেন স্বাগতিকদের। অবশেষে ১৮তম ওভারের প্রথম বলে এসে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের হাওয়ায় ভাসানো বলে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে এইডেন মারক্রাম ক্যাচ তুলে দেন মুমিনুল হকের হাতে। প্রোটিয়া দলনায়ক আউট হওয়ার আগে ৩৩ রান করেছেন। এরপর আর উইকেট উৎসব হয়নি স্বাগতিকদর। প্রোটিয়ারা সাবলীল ব্যাটিং করে গেছে। স্টাবসকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৪০ রান যোগ করেন জরজি। দ্বিতীয় সেশনে ঠিক ২৮ ওভার খেলে তারা দলীয় সংগ্রহ দু্ইশ পার করে। ১ উইকেটে ২০৫ রান নিয়ে চা-বিরতিতে যায় দলটি। ডি জর্জি ১০১ ও স্টাবস ৬৫ রানে অপরাজিত রয়েছেন। ১৪৬ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ডি জর্জি।

হাসান মাহমুদের করা ৪১তম ওভারের পঞ্চম বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেনি জর্জি, যদিও তা লুফে নিতে পারেননি সাদমান। শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরি করেছেন।

আরও