দুপুরে দেশে ফিরছে সাফজয়ী মেয়েরা, ছাদখোলা বাসে হবে সংবর্ধনা

টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল আজ দেশে ফিরবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে দেশে পৌঁছানোর কথা রয়েছে সাবিনা-ঋতুপর্ণাদের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নারী ফুটবল দলকে সংবর্ধনা দেয়ার কথা রয়েছে।

বাফুফে সূত্রে জানা গেছে, গতবারের মতো এবারও সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে শিরোপা হাতে উদযাপন করতে দেখা যাবে। সেজন্য প্রস্তুত রয়েছে একটি বাস।

গতকাল নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ শিরোপা জয়ের পর নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।

এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে টানা দু’বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বাফুফে ভবনে দলের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

আরও