বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে দিয়ে মিরপুর টেস্টের প্রথম দিনেই চালকের আসনে সফরকারী দক্ষিণ আফ্রিকা। মুলডার-রাবাদা-মহারাজদের বোলিং তোপে মধ্যাহ্নভোজনের বিরতির কিছুক্ষণ পরই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
বল হাতে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠানোর সূচনাটা করেছিলেন উইয়ান মুলডার। তার সঙ্গে যোগ দেন রেকর্ড সৃষ্টিকারী কাগিসো রাবাদা। টেস্টে সবচেয়ে কম ডেলিভারিতে ৩০০ উইকেট অর্জনের রেকর্ড করেছেন তিনি। ১২ হাজারের কম ডেলিভারিতে ৩০০ টেস্ট উইকেট পাওয়া প্রথম বোলার রাবাদা।
তারপর স্পিনাররা যোগ দেন ধ্বংসযজ্ঞে। মুলডার ও রাবাদার মতো কেশব মহারাজও তুলে নেন ৩ উইকেট। বাকি উইকেটটি দখল করেন অফস্পিনার ডেন পিয়েড।
বাংলাদেশের দিক থেকে বলার মতো তেমন কিছুই নেই। নবম উইকেট জুটিতে এসেছে টাইগারদের সর্বোচ্চ রান। বাংলাদেশের দুর্দশা প্রকাশে এই তথ্যই হয়তো যথেষ্ট। ওপেনার মাহমুদুল হাসান করেছেন সর্বোচ্চ ৩০ রান। আর মাত্র তিন ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। তবে ২০-এর গণ্ডি পেরোতে পারেননি তাদের কেউই।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই এইডেন মার্করামের উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।