বিশ্বকাপের স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ

কাতারে বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়াম চত্বরে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসর শুরুর দুদিন আগে গতকাল শুক্রবার এমন সিদ্ধান্তের কথা জানানো হয়

কাতারে বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়াম চত্বরে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসর শুরুর দুদিন আগে গতকাল শুক্রবার এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর বিবিসি।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে স্টেডিয়ামের নির্দিষ্ট স্থানে অ্যালকোহল সরবরাহের ব্যবস্থা থাকবে।

মধ্যপ্রাচ্যের মুসলমান সংখ্যাগরিষ্ট দেশ কাতারে অ্যালকোহল বিক্রি ও পানের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে প্রকাশ্যে মদ্যপান বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

আয়োজকরা শুরু থেকেই বলেছিলেন, অন্যান্য দেশের মতো কাতারেও সব ব্যবস্থা থাকবে। অ্যালকোহল বিক্রির জন্য একটি অনুমোদিত প্রতিষ্ঠানও ঠিক করা ছিল। কথা ছিল, স্টেডিয়াম এলাকায় খেলা শুরুর তিন ঘণ্টা আগে ও শেষ হওয়ার এক ঘণ্টা পরে টিকিটধারীদের কাছে অ্যালকোহল বিক্রি করবে তারা।

একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ফিফার সঙ্গে আয়োজক কর্তৃপক্ষের দীর্ঘ দরকষাকষির পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্তের ক্ষেত্রে বিশ্বকাপে আগত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করা হয়েছে। স্টেডিয়ামে অ্যালকোহলের উপস্থিতি তাদের বিব্রত করতে পারে।

আগামীকাল রোববার শুরু হবে বিশ্বকাপ ফুটবল, ১৮ ডিসেম্বরে কাতারের জাতীয় দিবসে এ আসরের পর্দা নামবে।

আরও