নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ জনের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ চলার মধ্যপথে জানা যায়, শান্ত নেতৃত্ব ছাড়তে চান। যদিও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। ডেপুটি হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার চট্টগ্রাম সফরকালে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলছিলেন, এ সিরিজে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না। গতকাল তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এ সিরিজে ফিরেছেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। ওয়ানডে দলে একমাত্র নতুন মুখ পেস বোলার নাহিদ রানা, যিনি সদ্যই চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেছেন। জ্বরে ভুগতে থাকা লিটন কুমার দাস এ সিরিজ খেলতে পারবেন না।
বাংলাদেশ স্কোয়াড
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।