ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন মার্করাম

বাভুমা ছিটকে পড়ায় প্রথম টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী ডিওয়াল্ড ব্রেভিস। তিনি প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন। এছাড়া চোটের কারণে ছিটকে পড়া নান্দ্রে বার্গারের জায়গায় ডাক পেয়েছেন ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি।

২১ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। তেম্বা বাভুমা চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় আজ শুক্রবার নেতৃত্বে এই পরিবর্তনের খবর দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

দুই টেস্টের সিরিজ খেলতে এ মাসেই বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২১ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। তেম্বা বাভুমা চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় আজ শুক্রবার নেতৃত্বে এই পরিবর্তনের খবর দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

৩৪ বছর বয়সী বাভুমার বাম হাতের ট্রাইসেপে চির ধরা পড়েছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ইউরোপের দল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় তিনি এই চোটে পড়েন।

চোট থাকলেও দলের সঙ্গে মঙ্গলবার ঢাকায় আসবেন বাভুমা। এ সময় তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন এবং চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের জন্য তৈরি হবেন। চট্টগ্রাম টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।

বাভুমা ছিটকে পড়ায় প্রথম টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী ডিওয়াল্ড ব্রেভিস। তিনি প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন। এছাড়া চোটের কারণে ছিটকে পড়া নান্দ্রে বার্গারের জায়গায় ডাক পেয়েছেন ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি।

আরও