সাকিব ইস্যুতে বিসিবি সভাপতি

আমরা চেষ্টা করেছি তাকে খেলাতে, তবে সবকিছু আমাদের হাতে ছিল না

আগামী মাসের শুরুতে আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে সাকিব ‘এভেইলেবল’ না। তিনি খেলবেন না। সাকিব নিজে থেকেই বিষয়টি জানিয়েছেন তাকে। তাহলে

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপত্তা ইস্যুতে তাকে আসতে নিষেধ করা হয়। আসলে এখানে আমাদের কোনো হাত ছিল না। আমরা তাকে আসতে নিষেধ করিনি, আসতে বলিনিও

সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের বিদায়ী টেস্ট খেলতে চেয়েও নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি, খেলতে পারেননি টেস্টটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টা করেছে তাকে খেলাতে, যদিও এখানে বিসিবির হাত ছিল না বলে জানালেন সংস্থাটির প্রেসিডেন্ট ফারুক আহমেদ। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সফরে এসে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, ‘ওই সময় মিরপুরে কয়েকদিন ধরে কী পরিস্থিতি হয়েছিল, তা আপনারা দেখেছেন। তার বিপক্ষে পক্ষে আন্দোলন ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম তাকে খেলাতে। সে ‍দুবাই পর্যন্ত চলেও এসেছিল। যদিও এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপত্তা ইস্যুতে তাকে আসতে নিষেধ করা হয়। আসলে এখানে আমাদের কোনো হাত ছিল না। আমরা তাকে আসতে নিষেধ করিনি, আসতে বলিনিও।’

এ সময় তিনি জানান, আগামী মাসের শুরুতে আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে সাকিব ‘এভেইলেবল’ না। তিনি খেলবেন না। সাকিব নিজে থেকেই বিষয়টি জানিয়েছেন তাকে। তাহলে কি ওয়েস্ট ইন্ডিজ সফর ও এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিব অনিশ্চিত? এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘আমরা অতদূরের কথা ভাবছি না। আপাতত সামনের সিরিজটা নিয়েই ভাবছি।’

আরও