লাইভ

চট্টগ্রাম টেস্ট

ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল

জ্বরের কারণে লিটন একাদশ থেকে বাদ পড়েছে।

5 Updates
  • ২৯ অক্টোবর, ২০২৪

    এক উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চের বিরতি

    চট্টগ্রাম টেস্টের প্রথম দিন এক উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চের বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিং নেয়া প্রোটিয়ারা হারিয়েছে অধিনায়ক এইডেন মারক্রামের উইকেট। টনি ডি জরজি ৪৯ ও ত্রিস্তান স্টাবস ২৩ রানে অপরাজিত রয়েছেন।

  • ২৯ অক্টোবর, ২০২৪

    বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল

    বড় জুটির পথে এগোচ্ছিলেন মার্করাম–ডি জর্জি। বোলাররা তেমন কোনো সুযোগও তৈরি করতে পারছিলেন না। অবশেষে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল ইসলাম। তার হাওয়ায় ভাসানো বলে ডাউন দ্য উইকেটে এসে ক্যাচ তুলে দেন মুমিনুলের হাতে। ৩৩ রান করেছেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৬৯।

  • ২৯ অক্টোবর, ২০২৪

    ওপেনিং জুটিতে দারুণ সূচনা দক্ষিণ আফ্রিকার

    প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৪ ওভারে ৬০/০ (মারক্রাম ৩০*, ডি জর্জি ২৬*)

  • ২৯ অক্টোবর, ২০২৪

    মাহিদুলের ক্যাচ মিস

    মাহিদুলের ক্যাচ মিস

    অবশেষ একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। হাসানের বলে দে জর্জি ব্যাটের বাইরের কানায় লেগে বল গিয়েছিল অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলামের পাশ দিয়ে। ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি নিতে পারেননি মাহিদুল। দক্ষিণ আফ্রিকার রান বিনা উইকেটে ৪৪।

  • ২৯ অক্টোবর, ২০২৪

    দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৫

    টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও টনি দে জর্জিকে নতুন বলের সুবিধা নিয়ে এখন পর্যন্ত বিপদে ফেলতে পারেননি দুই পেসার হাসান ও নাহিদ। ৬ ওভার শেষে রান উঠেছে ২৫।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন লিটন দাস, জাকের আলী অনিক ও নাইম হাসান। দলে ফিরেছেন জাকির হাসান, নাহিদ রানা ও মাহিদুল ইসলাম। আর দক্ষিণ আফ্রিকা দলে এসেছে দুই পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন জায়গা করে নিয়েছেন একাদশে।

বিসিবি সূত্রে জানা গেছে জ্বরের কারণে লিটন একাদশ থেকে বাদ পড়েছে।

বাংলাদেশের ১০৬তম খেলোয়াড় হিসেবে আজ টেস্ট অভিষেক হলো উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।

দক্ষিণ আফ্রিকা একাদশ

এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে (উইকেটরক্ষক), সেনুরান মুথুসামি, উইয়ান মুলদার, কেশব মহারাজ, ডেন পিটারসন, কাগিসো রাবাদা।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহিদুল ইসলাম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

আরও